“পালংকি রহস্য”

"পালংকিতে রইয়াছে অমূল্য ধন আও বরণ জেওরো মাঝ সহোদ্রের রূপকথার তুষার পরি নাড়ে ছড়ি...." এই রহস্যছড়ানো কথাগুলো সদ্য প্রকাশিত রহস্যোপন্যাস 'পালংকি রহস্য' থেকে উদ্ধৃত। ৯ম শ্রেনির শিক্ষার্থী সামিহা মাহজাবিন অর্চি রচিত প্রথম রহস্য-উপন্যাস

বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন

পালংকিতে রইয়াছে অমূল্য ধন আও বরণ জেওরো মাঝ সহোদ্রের রূপকথার তুষার পরি নাড়ে ছড়ি...’ কোনো বিখ্যাত কবির কবিতার বিখ্যাত চরণ নয়, এটি ধাঁধা! পাহাড় গর্ভের এক অজানা বৈভব খুঁজে বের করবার ধাঁধা! প্রাচীন একটি পাণ্ডুলিপিতে লেখা রয়েছে এ ধাঁধা। যা খুঁজে বের করতে উঠে পড়ে লাগে এক তরুণ ও এক কিশোরী, শুভ ও সুহানী। বাবা-মা’র সাথে তারা বেড়াতে এসেছে কক্সবাজার। সমুদ্র-স্নান, সূর্যাস্ত দেখার ফাঁকে তাদের হাতের নাগালে আসে একটি পাণ্ডুলিপি। নিজেদের অজান্তেই সুহানী ও শুভ জড়িয়ে পড়ে পাণ্ডুলিপিটির রহস্যময় জটিল ধাঁধার জালে। ধাঁধাটির সমাধান পেলেই তারা পেয়ে যাবে এক অজানা, অমূল্য গুপ্তধনের সন্ধান! কিন্তু এ গুপ্তধন কার? কী রয়েছে এ গুপ্তধনের মধ্যে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পরিস্থিতি জটিল থেকে আরও জটিলতর হতে থাকে। রহস্য যত ঘন হয়, বুকের ধুকপুকানি তত বাড়ে। অনেক প্রশ্ন জড়ো হয়। সুহানী ও শুভ কি খুঁজে পাবে জটিল ধাঁধার সমাধান? তারা কি পারবে গুপ্তধনের রহস্য উদ্ধার করতে? যে গুপ্তধনের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে ‘কক্সবাজার’ নামকরণের ইতিহাস। কিন্তু ধাঁধার সমাধান খুঁজে পাবার আগেই পাণ্ডুলিপিটি হারিয়ে যায়। তবে কি ধাঁধার সমাধান, পাণ্ডুলিপিটির মর্মার্থ রহস্যাবৃতই থেকে যাবে? সুহানী ও শুভ কি আবার উদ্ধার করতে পারবে প্রাচীন পাণ্ডুলিপিটি? তাদের সামনে এসে সমাধান ছাড়াই সমুদ্রের অগুনতি ঢেউয়ের মতো মিলিয়ে যাচ্ছে। এসব প্রশ্নের তল-থই খুঁজে পাবে কী না তারা? তা জানতে চাইলে পড়তে হবে সামিহা মাহজাবিন অর্চি’র শিহরণ জাগানো, রোমাঞ্চকর অভিজ্ঞতায় সমৃদ্ধ পরিপূর্ণ রহস্য-উপন্যাস ‘পালংকি রহস্য’।

সামিহা মাহজাবিন অর্চি, জন্মগ্রহন করেছেন ১৪ ই এপ্রিল (পহেলা বৈশাখ), ২০০৯ সালে। বর্তমানে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে নবম শ্রেনিতে অধ্যয়নরত। ছোটবেলা থেকেই বাড়িতে বই পড়ার একটি আবহ পেয়েছেন। বই পড়ার প্রতি আগ্রহ থেকেই তার লেখালেখির শুরু। পেয়েছেন প্রিয়জনদের উৎসাহ, অনুপ্রেরণা এবং অব্যাহত সহযোগিতা। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু ও সত্যজিৎ রায়ের ফেলুদা তার প্রিয় চরিত্রগুলোর সাথে পরিচয়ের পর থেকে তার মধ্যে লেখার তাগিদ প্রবল হয়ে উঠে। তারপর নিজেই গোয়েন্দা-অ্যাডভেঞ্চার কাহিনী লেখার উদ্যোগ নেন। সেই তাগিদ থেকেই বছরখানেক আগে অষ্টম শ্রেনিতে পড়া অবস্থাতেই তিনি লিখে শেষ করেন তার প্রথম উপন্যাস “পালংকি রহস্য”।

রিভিউ

#লেখক-সামিহা মাহজাবিন অর্চি। কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।এই খুদে লেখকের পাঠনো তাঁর প্রথম উপন্যাস পড়ে আমি মুগ্ধ,অভিভূত।শেষ পর্যন্ত এটি উপন্যাস হিসেবে কতোটা শিল্পসম্মত সে ভার সাহিত্য বিশ্লেষকের,পাঠকের।তবে লেখক লেখেন তাঁর আন্তর-আনন্দবোধ থেকে।পাঠক পড়ে আনন্দ পেলে তিনি তৃপ্তি বোধ করেন এবং নতুন লেখায় ব্রতী হন।পাঠক হিসেবে বলতে পারি, অর্চি তাঁর নতুন লেখা শুরু করতে পারেন। #উপন্যাসটি পড়ছিলাম আর ভাবছিলাম, এই বয়সে আমি কী করছিলাম? সবুজমাঠ পেরিয়ে আঁকাবাঁকা পথ মাড়িয়ে সবান্ধব স্কুলে যাচ্ছি,খেলছি,রেডিওতে সিনেমার গান শুনছি,গুনগুন করছি আর বাধ্য হয়ে টেক্সটবুক মুখস্ত করছি।আর অর্চি? সুনীলের কাকাবাবু, সত্যজিতের ফেলুদা হজম করে নিজেই সৃষ্টি করে নিয়েছে সুহানী-শুভ'র মতো সপ্রতিভ বুদ্ধিদীপ্ত চৌকস গোয়েন্দা চরিত্র। অভিনন্দন অর্চি।সামিহা মাহজাবিন অর্চি।
Mamun Abu Musa
Assistant Professor at Hathazari Govt. College
আমার ছোট্ট অর্চি মামা,,, কবে যে বিজ্ঞ লেখক হয়ে গেল, টেরই পেলাম না! বড় হওয়ার আগেই মামা আমার বুড়ো হয়ে গেল! লেখক হয়ে গেল। আফসোস!! মামার সঙ্গে বইমেলায় দেখা হলো না। তবে বইটা সংগ্রহ করে নিয়েছি ঠিকঠাক। মামা অনেক বড় হও, অনেক অনেক দোয়া রইল।
Sayyid Faisal Ahmed Aunonto
পড়ে অনেক ভালো লেগেছে বইটা পড়ে। এত অল্প বয়সে রহস্য উপন্যাস রচনা করা চাট্টিখানি কথা না। ক্ষুদে লেখিকা অর্চি তাই করিয়ে দেখিয়েছে। ভবিষ্যতে এমন আরো অনেক বই লিখবে এই প্রত্যাশা। অনেক দোয়া অর্চির জন্য।
Abuzar Babla (Babla)
District correspondent of Moulvibazar at Barta24

প্রোডাক্টের মূল্য

নিয়মিত মূল্য

২৮০ টাকা

অফার মূল্য

২৫১ টাকা

নিচের বাটনে ক্লিক করে এখনই অর্ডার করুন

Billing & Shipping

Bangladesh

Your order

Product Subtotal
Palongki Rohosso  × 1 ৳ 250
Subtotal ৳ 250
Shipping
Total ৳ 250
  • 01. Go to your bKash app or Dial *247#
    02. Choose “Send Money”
    03. Enter below bKash Account Number
    04. Enter total amount
    06. Now enter your bKash Account PIN to confirm the transaction
    07. Copy Transaction ID from payment confirmation message and paste that Transaction ID below bKash "Send Money" fee will be added with net price.

    You need to send us ৳ 250

    Account Type: Personal

    Account Number: 01681710469

© 2024 Spark Axis. All Rights Reserved. Designed By Spark Axis

(Your Company Name) is not a part of Facebook.com or Facebook Inc. Additionally, (your company name) is not endorsed by Facebook, Inc. in any way. Facebook is a trademark of Facebook, Inc.